দূতাবাস কর্মীকে প্রহার, তির পুলিসকর্মীর দিকে

কড়েয়া থানায় অভিযোগ জানাতে গিয়ে প্রহৃত হলেন ইতালীয় দূতাবাসের এক কর্মী। গাড়ি পার্কিং নিয়ে কড়েয়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ইতালীয় দূতাবাসের ওই কর্মী জি পি পল। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে। অভিযোগ, তাঁদের তিনজনকেই বেধড়ক মারধর করেন কড়েয়া থানার এক পুলিসকর্মী।

Updated By: May 19, 2012, 06:07 PM IST

কড়েয়া থানায় অভিযোগ জানাতে গিয়ে প্রহৃত হলেন ইতালীয় দূতাবাসের এক কর্মী। গাড়ি পার্কিং নিয়ে কড়েয়া থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন ইতালীয় দূতাবাসের ওই কর্মী জি পি পল। সঙ্গে ছিলেন তাঁর দুই ছেলে। অভিযোগ, তাঁদের তিনজনকেই বেধড়ক মারধর করেন কড়েয়া থানার এক পুলিসকর্মী। বাকি পুলিসেরা নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ। 
পুলিসের পাল্টা অভিযোগ যদিও মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিসকেই মারধর করেছেন ইতালীয় দূতাবাসের ওই কর্মী। এই অভিযোগে ইতালীয় দূতাবাসের কর্মী ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে ৩৫৩ এবং ১১৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিস। এরমধ্যে ৩৫৩ ধারাটি জামিন অযোগ্য ধারা।

.