পুলিসের মাঠ পরীক্ষা দিতে গিয়ে গরমে মৃত যুবক
প্রচণ্ড গরমে কলকাতা পুলিসের শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত পরীক্ষার্থীর নাম অভিষেক পাল।
প্রচণ্ড গরমে কলকাতা পুলিসের শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত পরীক্ষার্থীর নাম অভিষেক পাল।
তীব্র গরমে যখন সরকারি কর্মীদের শারিরীক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তখন কনস্টেবল পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিস। পরীক্ষায় ১,৬০০ মিটার দৌড় ছাড়াও লংজাম্প দিতে হয়। সকাল থেকেই লাইনে দাঁড়াচ্ছেন বহু চাকুরিপ্রার্থী। শুধু যুবকদের নয়, একই সঙ্গে পরীক্ষা চলছে যুবতীদেরও।
রেস কোর্স মাঠে এই পরীক্ষা দিতে গিয়ে বুধবার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে অভিষেক পাল নামে এক পরীক্ষার্থী। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়।
গত বশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের মধ্যে এই পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার দেবাশিস রায় জানান, বুধবার কলকাতায় বৃষ্টি হয়েছে, ফলে পরীক্ষা চলবে। অভিষেকের মৃত্যুর পর যদিও টনক নড়ে পুলিসের। জানান হয়, ২০ জুন পর্যন্ত স্থগিত থাকবে পরীক্ষা।
ওদিকে ছেলের মৃত্যুর পর পুলিসের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে অভিষেকের পরিবার। সেজন্য বুধবার ভবানীপুর থানায় যান তারা।