আজ ফের শুনানি পোর্টের জমি জবরদখল মামলার, ভেঙ্কটেশকে উত্‍খাতের হুঁশিয়ারি জাহাজমন্ত্রকের

আজ ফের শুনানি পোর্টের জমি জবরদখল মামলার।এর আগেই  তারাতলার জমি খালি করার নির্দেশ  নিম্ন আদালতের। তা সত্বেও থোড়াই কেয়ার ভেহ্কটেশের। তারাতলাকাণ্ডের দিনও নিষ্ক্রিয় পুলিস। এই অভিযোগ মামলায় নতুন ধারা পোর্টের । আজ সেই মামলার শুনানি। পোর্টের নির্দেশ সত্বেও থোড়াই কেয়ার ভেঙ্কটেশ। নিষ্ক্রিয় পুলিস। ধুন্ধুমার তারাতলায়। এরজেরে আজ শুনানি হাইকোর্টে।

Updated By: Sep 24, 2015, 08:30 AM IST

ওয়েব ডেস্ক: আজ ফের শুনানি পোর্টের জমি জবরদখল মামলার।এর আগেই  তারাতলার জমি খালি করার নির্দেশ  নিম্ন আদালতের। তা সত্বেও থোড়াই কেয়ার ভেহ্কটেশের। তারাতলাকাণ্ডের দিনও নিষ্ক্রিয় পুলিস। এই অভিযোগ মামলায় নতুন ধারা পোর্টের । আজ সেই মামলার শুনানি। পোর্টের নির্দেশ সত্বেও থোড়াই কেয়ার ভেঙ্কটেশ। নিষ্ক্রিয় পুলিস। ধুন্ধুমার তারাতলায়। এরজেরে আজ শুনানি হাইকোর্টে।

এরপর ধুন্ধুমার বন্দর কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে আজ শুনানি হাইকোর্টে।  পোর্টকে লেখা চিঠিতে, তারাতলায় বিতর্কিত জমির একাংশ দ্রুত ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা। যদিও এতদিন জমির একাংশ ছাড়ার জন্য  দুসপ্তাহ সময়ের দাবি জানিয়ে আসছিল ভেঙ্কটেশ। তবে হাইড রোডের পুরো স্টুডিও খালি করার ক্ষেত্রে এখনও তিন মাস সময়ের দাবিতে অনড় মোহতারা। এর পাশাপাশি, জমি বিতর্ক মামলায় যুক্ত হতে চেয়েও কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে ভেঙ্কটেশ ফিল্মস।

ভেঙ্কটেশকে উত্‍খাতের হুঁশিয়ারি জাহাজমন্ত্রকের।  জমি দখলকারী ভেঙ্কটেশকে ছুড়ে ফেলা হবে। হুঁশিয়ারি দিলেন নীতিন গড়করি। পোর্টের জমি দখলমুক্ত করতে পুলিসের সাহায্য না পাওয়ায় ক্ষুব্ধ কেন্দ্রীয় জাহাজমন্ত্রী। জানালেন,জবরদখল উচ্ছেদে এবার সরাসরি ব্যবস্থা নেবে জাহাজমন্ত্রক।

ভেঙ্কটেশ ফিল্মসকে আগেই জমি ছেড়ে দিতে চিঠি দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। শুধু জমি ছেড়ে দেওয়া নয়, ১৯৯৯ সাল থেকে জমির ভাড়া এবং ভাড়ার ওপর সুদ মিলিয়ে মোট এক কোটি টাকাও দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বন্দর মামলার শুনানি। সেখানেও ভাড়া এবং সুদের বিষয়টি বন্দর কর্তৃপক্ষ জানাবে বলে খবর। এমনকি নেচার পার্কেও ভেঙ্কটেশের শুটিং বন্ধের নোটিস জারি করেছে পোর্ট। ভেঙ্কটেশকে যে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না, বুধবার তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী। নীতিন গড়করির সাফ কথা, পোর্টের জমি থেকে ভেঙ্কটেশকে উচ্ছেদ করে ছাড়বে তাঁর দফতর।

তবে বন্দরের চাপের মুখে সুর এখন অনেকটাই নরম ভেঙ্কটেশ ফিল্মসের। পোর্টকে লেখা চিঠিতে, তারাতলায় বিতর্কিত জমির একাংশ দ্রুত ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা। যদিও এতদিন জমির একাংশ ছাড়ার জন্য  দুসপ্তাহ সময়ের দাবি জানিয়ে আসছিল ভেঙ্কটেশ। তবে হাইড রোডের পুরো স্টুডিও খালি করার ক্ষেত্রে এখনও তিন মাস সময়ের দাবিতে অনড় মোহতারা। এর পাশাপাশি, জমি বিতর্ক মামলায় যুক্ত হতে চেয়েও কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে ভেঙ্কটেশ ফিল্মস।

.