Paresh Pal: ভোট পরবর্তী অশান্তি, অভিজিত্ সরকার খুনের মামলায় পরেশ পালকে তলব সিবিআইয়ের

 অভিজিত্ সরকার খুনের মামলায় এর আগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি ঘটনার সাক্ষী হিসেবে বেশ কয়েকজনকে নোটিসও পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা

Updated By: May 16, 2022, 03:19 PM IST
Paresh Pal: ভোট পরবর্তী অশান্তি, অভিজিত্ সরকার খুনের মামলায় পরেশ পালকে তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল। অভিজিত্ সরকার খুনের মামলার তদন্তে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল বিধায়ককে। বুধবার তাঁকে যেতে হবে সিজিও কমপ্লেক্সে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দফতরে।

সিবিআই সূত্রে খবর ভোট পরবর্তীতে কাঁকুরগাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিত্ সরকার। ওই ঘটনা তদন্তে জড়িয়ে যায় পরেশ পালের নাম। সেক্ষেত্রে ওই খুনের ঘটনায় পরেশ পালের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে চায় সিবিআই।

উল্লেখ্য, অভিজিত্ সরকার খুনের মামলায় এর আগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। পাশাপাশি ঘটনার সাক্ষী হিসেবে বেশ কয়েকজনকে নোটিসও পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। অভিজিতের দাদা বিশ্বজিত সরকার বারবার দাবি করছিলেন, তাঁর ভাইয়ের খুনের তদন্তে কেন পরেশ পালকে ডাকা হচ্ছে না! অবশেষে তলব করা হল পরেশ পালকে।

উল্লেখ্য, গতবছর ২ মে কাঁকুরগাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিত্ সরকার। ওই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অভিজিত্ সরকারের পরিবারের তরফে অভিযোগ করা হয় পরেশ পালের অঙ্গুলীহেলনেই ওই খুনের ঘটনা ঘটেছে। ওই অভিযোগ করেন অভিজিতের দাদা বিশ্বজিত্। শুধু তাই নয় পরেশ পালের গ্রেফতারের দাবিতে তিনি অনশনেও বসেন।

আরও পড়ুন-Sidharth Malhotra: রোহিত শেট্টির পরিচালনায় অ্যাকশন দৃশ্যের শুট, রক্তাক্ত সিদ্ধার্থ মালহোত্রা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.