নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ প্রেসিডেন্সিতে

নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ উঠেছে, রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস পদে নিয়োগ নির্দিষ্ট যোগ্যতামান অনুযায়ী হয়নি। ওই দুই পদে নিযুক্ত হয়েছেন প্রবীর দাশগুপ্ত এবং দেবশ্রুতি রায়চৌধুরী।

Updated By: May 14, 2012, 11:02 PM IST

নিয়োগ ঘিরে বিতর্ক দেখা দিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ উঠেছে, রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টস পদে নিয়োগ নির্দিষ্ট যোগ্যতামান অনুযায়ী হয়নি। ওই দুই পদে নিযুক্ত হয়েছেন প্রবীর দাশগুপ্ত এবং দেবশ্রুতি রায়চৌধুরী। ঐ দুই পদে চাকরির বিজ্ঞাপনে বাধ্যতামূলকভাবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকার কথা নির্দিষ্ট ছিল। অভিযোগ, ঐ দুই পদে নিযুক্ত প্রবীরবাবু এবং দেবশ্রুতি বাবুর ৫ বছরের অভিজ্ঞতা নেই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি, এই দুই ব্যক্তির কাগজে কলমে নির্দিষ্ট পদের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও পূর্বতন বিভিন্ন কাজের অভিজ্ঞতার মাধ্যমে তাঁরা সংশ্লিষ্ট পদের দায়িত্ব সামলাতে পারবেন বলে মনে করা হয়েছে সেই জন্যই তাঁদের নিয়োগ করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে, আগের সরকারের সময় যোগ্যতামান মেনে প্রেসিডেন্সিতে বিভিন্ন পদে নিয়োগ হয়নি। সেই কারণে প্রেসিডেন্সির মানের অবনতি ঘটেছে। বিজ্ঞাপনে এই অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বলে নির্দিষ্ট থাকা সত্ত্বেও এই দুই ব্যক্তিকে কেন নিয়োগ করা হল সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, আজ ছিল কাউন্সিল মিটিং। স্নাতকোত্তরে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষণ এবং স্নাতকোত্তরে আসন সংখ্যাবৃদ্ধিসহ তিনদফা দাবিতে আজ শান্তিপূর্ণ অবস্থান করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলের চেয়ারম্যান রাজ্যপাল এম কে নারায়ণনসহ অন্য সদস্যেরা। বৈঠক চলাকালীন ছাত্রদের দুজন প্রতিনিধিকে ডাকা হয় এবং তাঁদের বক্তব্য শোনা হয়। বৈঠক শেষে আসনসংখ্যা বৃদ্ধি এবং ইন্টার ডিসিপ্লিনারি কোর্স চালু-ছাত্রছাত্রীদের এই দুটি দাবির সঙ্গে সহমত পোষণ করেন কাউন্সিল সদস্যেরা। তবে স্নাতকোত্তরে সংরক্ষণের বিষয়টি অ্যাডমিশন কমিটির বিবেচনার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বৈঠক শেষে উপাচার্য জানান, ছাত্রছাত্রীদের আচরণে এদিন কোনও খারাপ বা অশালীন কিছু তিনি দেখেননি।

.