প্রেসিডেন্সিতে গণভোটের পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন ব্রাত্য বসু, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

প্রেসিডেন্সিতে গণভোটের পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ,কারোর মদতে প্রেসিডেন্সিতে গণভোট হয়েছিল। অন্যদিকে, গণভোটের বিরোধিতা করে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিশ্ববিদ্যালয়ে গণভোট আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন টিএমসিপি রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা।

Updated By: Mar 29, 2014, 08:59 PM IST

প্রেসিডেন্সিতে গণভোটের পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ,কারোর মদতে প্রেসিডেন্সিতে গণভোট হয়েছিল। অন্যদিকে, গণভোটের বিরোধিতা করে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। রেজিস্ট্রারের প্রত্যক্ষ মদতে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিশ্ববিদ্যালয়ে গণভোট আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন টিএমসিপি রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা।

প্রেসিডেন্সির গণভোট বির্তকের জল গড়াল নির্বাচন কমিশন পর্যন্ত।যাদবপুর কেন্দ্রের প্রার্থী হওয়ার পর সুগত বসুর প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের প্রধান থাকা উচিত কীনা তানিয়ে প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে। বুধবার আয়োজন করা হয় গণভোটের। আটশ বিরানব্বই ভোটে হেরে যান শিক্ষাবিদ। তারপরই, সামলোচনা শুরু হয় সব মহলে। ছাত্রছাত্রীদের অধিকাংশই যখন সুগত বসুর মেন্টর পদে থাকার বিরোধী তখন তাঁর পদে থাকা উচিত কীনা তানিয়ে শুরু হয় বিতর্ক। যাদবপুরের তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ান শিক্ষামন্ত্রী।

বিতর্ক মাথাচাড়া দেওয়ায় শনিবার গণভোট আয়োজনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। কাঠগড়ায় তুলেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে।

অভিযোগ জমা পড়ার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন।

প্রেসিডেন্সিকে রাজনীতিমুক্ত করার কথা বলে শিক্ষাবিদ সুগত বসুকে মেন্টর গ্রুপের প্রধান করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, সুগতকেই প্রার্থী করার পর প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি সত্যিই শিক্ষাঙ্গনকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখতে চায়। নাকি কথায় ও কাজে বজায় বজায় থাকবে সরকারের দ্বিচারিতা?

.