উঠে গেল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঘেরাও
ব্যুরো: কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর উঠে গেল প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের টানা ২৫ ঘণ্টার ঘেরাও। আগামী ২৯ এপ্রিল পড়ুয়াদের সঙ্গে আলোচনার কথা ঘোষণা করেছেন উপাচার্য অনুরাধা লোহিয়া। পড়ুয়াদের দাবি যাই থাক না কেন, অ্যাডমিশন টেস্ট নিয়ে এখনও নিজেদের অবস্থানেই অনড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ভর্তির জন্য নিতে হবে অ্যাডমিশন টেস্ট। এই দাবিতে রাতভর উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, পরীক্ষা নিয়ামকসহ একাধিক আধিকারিককে ঘেরাও করে রেখেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে চলছে এই ঘেরাও। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ছাত্রভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিভিন্ন বিভাগই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদেই ঘেরাওয়ে ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, সবপক্ষকে নিয়ে প্রকাশ্যে বৈঠক করুন উপাচার্য। পড়ুয়াদের দাবি কোনও ভাবেই প্রেসিডেন্সিতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট বাতিল করা যাবে না। তাঁদের মতে অ্যাডমিশন টেস্ট প্রেসিডেন্সির ঐতিহ্য বজায় রাখে। এবং কেন এই সিদ্ধান্ত বদলানো যাবে না তাও ব্যাখ্যা করতে হবে উপাচার্যকে। তবে এই দাবি খারিজ করে দিয়েছেন উপাচার্য।