প্রচলিত নিয়ম ভেঙে ষষ্ঠী থেকেই সরকারি দফতরে ছুটি পড়ছে
প্রচলিত নিয়ম ভেঙে এবার ষষ্ঠী থেকেই সরকারি দফতরে শুরু হচ্ছে পুজোর ছুটি। সাধারণভাবে সপ্তমী থেকে পুজোর ছুটি শুরু হয়। একাদশীর পর অফিস খোলে। এবার নবমী-দশমী একদিনে পড়ায় ষষ্ঠী থেকেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: প্রচলিত নিয়ম ভেঙে এবার ষষ্ঠী থেকেই সরকারি দফতরে শুরু হচ্ছে পুজোর ছুটি। সাধারণভাবে সপ্তমী থেকে পুজোর ছুটি শুরু হয়। একাদশীর পর অফিস খোলে। এবার নবমী-দশমী একদিনে পড়ায় ষষ্ঠী থেকেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই এ ব্যাপারে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী। ওই দিন অষ্টমী হওয়ায় গান্ধী জয়ন্তীর ছুটি পাচ্ছেন না সরকারি কর্মীরা। আবার দ্বাদশীর দিন অর্থাত্ ছয়ই অক্টোবর ইদ। ওই দিনও সরকারি দফতরে ছুটি। তারপরের দিন সাত তারিখ লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ছুটি। কর্মীদের জন্য আরও সুখবর। লক্ষ্মীপুজোর পরদিনও আসতে হবে না দফতরে। নবান্ন সূত্রে জানা গেছে, দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটিওপুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই ছুটি কর্মীরা পাচ্ছেন লক্ষ্মীপুজোর পরদিন অর্থাত্ আটই অক্টোবর। সব মিলিয়ে টানা নদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। অনেকে আবার উনত্রিশে সেপ্টেম্বর সোমবারও ছুটি নিয়ে নিচ্ছেন। ফলে কাল শনিবার হওয়ায় টানা তেরো দিন ছুটি নেওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা। সরকারি কর্মীদের উনপঞ্চাশ শতাংশ ডি এ বকেয়া। সেনিয়ে বাড়ছে ক্ষোভ ছুটি দিয়েই সেই ক্ষোভ মেটানোর চেষ্টা হচ্ছে, এমনই অভিযোগ কর্মীমহলে