Viral News: হাড় কাঁপানো শীত, বিয়ের আসরেই অজ্ঞান বর! কনে যা করলেন...

Viral News:  কী এমন ঘটল সেখানে? কেন কনে বিয়ে বাতিলের ঘোষণা করলেন? ঘটনাটি ঘটেছে দেওঘরে। অতিরিক্তি শীতে বিয়ের অনুষ্ঠানে বর জ্ঞান হারাতেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন কনে। 

Updated By: Dec 17, 2024, 08:08 PM IST
Viral News: হাড় কাঁপানো শীত, বিয়ের আসরেই অজ্ঞান বর! কনে যা করলেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নভেম্বর-ডিসেম্বর মানেই জমজমাট বিয়ের মাস। চারিদিকে বিয়ের সানাই, বরযাত্রী, বৌভাত আরও কতকিছু। তেমনই এক জমজমাট বিয়ের আসর পরিণত হল শ্মশানের নিস্তব্ধতায়। কী এমন ঘটল সেখানে? কেন কনে বিয়ে বাতিলের ঘোষণা করলেন? ঘটনাটি ঘটেছে দেওঘরে। অতিরিক্তি শীতে বিয়ের অনুষ্ঠানে বর জ্ঞান হারাতেই বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন কনে। 

আরও পড়ুন: Viral Video: ঠিক যেন স্কুল! সরকারি অফিসে সমস্ত কর্মচারীদের ২০ মিনিটের জন্য 'স্ট্যান্ড আপ' শাস্তি...

গত ১৫ ডিসেম্বর দেওঘরের ঘোড়ামারার বাসিন্দা অর্ণবের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল বিহারের ভগলপুরের অঙ্কিতার। বিয়ের আসর বসে সাধারণত কনের বাড়িতেই। কিন্তু এখানে সম্পূর্ণ উলটো। বিয়ে বসেছিল বরের পৈত্রিক ভিটেতে। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল বর কর্তৃপক্ষ। অবশ্য এসবে রাজি ছিল না অঙ্কিতা। কিন্তু বরের বাড়ি সে কথায় আমল দেয়নি উলটে কিছুটা জোর করেই এসবে উদ্যোগী হয়। 

খোলা আকাশের নিচে বিয়ের রীতি পালনের সময় বর কাঁপতে শুরু করে। উপাচার মেনে চলছিল বিয়ের মাঙ্গলিক কাজ প্রচণ্ড শীতের মধ্যে খোলা জায়গায় মঞ্চে হয় মালা বদল পর্বও। সম্পন্ন হয় বিয়ে। এরপর বর ও কনে-সহ দুই পরিবার ভুরিভোজ করে বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন। বিদায়ের সময় বর কনেকে একত্রিত করে পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। ঘরে নিয়ে গিয়ে বরের হাত-পায়ের তালু ঘষতে দেখা যায় আত্মীয়দের। দেড় ঘণ্টা পর অর্ণবের জ্ঞান ফেরে। এসব দেখে, পাত্রী অঙ্কিতা বিয়ে ভাঙতে মরিয়া হয়ে ওঠেন।

আরও পড়ুন: Metro | Bangladeshi: 'সব বাঙালি-ই বাংলাদেশি!' চুমুর পর ফের বিতর্কে উত্তাল মেট্রো...

কনের দাবি অর্ণব স্নায়ু রোগে ভুগছেন। তাঁর আরও অভিযোগ ছেলের রোগ চেপে যেতেই অর্ণবের পরিবার জোর করে নিজেদের জায়গায় বিয়ের আসর বসিয়েছিল। কনে বিয়ে ভাঙতে চাইলে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়, যা পরে বিশৃঙ্খলায় পরিণত হয়েছিল। শেষে কনের পরিবার বিষয়টিতে হস্তক্ষেপ করতে এবং বিরোধ মেটাতে সহায়তা করার জন্য পুলিসকে ফোন করেছিল। শেষে অর্ণব-অঙ্কিতার বিয়ে বাতিল বলেই ঘোষণা করা হয়।     

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.