CPM: সিপিএমে 'ছকভাঙা'র বার্তা সেলিমের, রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েই এবার প্রশ্ন!
CPM: 'ডিজে বাজিয়ে তৃণমূলী কায়দায় জনসংযোগ হয় না'।
মৌমিতা চক্রবর্তী: সোশ্যাল মিডিয়ায় দলের কর্মীদের 'কমফোর্ট জোন' বার্তা দিয়েছেন খোদ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার রাজ্য় কমিটির বৈঠকের সিদ্ধান্তেই প্রশ্ন উঠল সিপিএমের অন্দরে! এখনও পর্যন্ত যা খবর, সব ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল বামেদের ব্রিগেড সম্মেলন।
আরও পড়ুন: Fake Medicine in Kolkata: 'মেইড ইন বাংলাদেশ', বর্ষশেষে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ জাল ওষুধ!
ঘটনাটি ঠিক কী? দু'দিন ব্যাপী সিপিএমের রাজ্য সম্মেলন। আজ, বুধবার ছিল সম্মেলনে শেষদিন। সূত্রের খবর, শেষদিনে দলের নেতার বিরুদ্ধে 'মানুষের মন না বোঝা' ও 'জনবিচ্ছিন্নতা'র অভিযোগ করেন যাদবপুরের এক সিপিএম নেতা। যার উত্তরে পাল্টা দিল আলিমুদ্দিনও। একাধিক ইস্য়ুতে দলের নেতাদের কর্মসূচি না করার 'ঢিলেমি' কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দলের শীর্ষ নেতৃত্ব। সঙ্গে বার্তা, 'ডিজে বাজিয়ে তৃণমূলী কায়দায় জনসংযোগ হয় না'। সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেল তথ্যচিত্র দেখানো কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রসঙ্গও উঠল।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে নজিরবিহীন ঘটনা সাক্ষী থেকেছে সিপিএম। প্য়ানেল থেকে প্রথমে নাম প্রত্যাহার করে নেন ১৬ জন, পরে আরও ২ জন। সবমিলিয়ে সংখ্যাটা ১৮। তাঁদের মধ্যে ১২ জনই আবার দলের সর্বক্ষণের কর্মী। কারা নাম প্রত্যাহার করলেন? সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী, সুব্রত দাসগুপ্ত রামশঙ্কর হালদার, রাহুল বোস, চন্দনা ঘোষ দস্তিদারের মতো প্রথমসারির নেতারা।
এদিন জেলা সম্মেলনে এই ঘটনা নিয়ে সরব হন রাহুল ঘোষ। তাঁর দাবি, 'সম্মেলনের ১৯ ঘন্টা আগে দলের সদস্যদের নিয়ে বৈঠক হয়েছে'। বস্তুত, রাজ্য় কমিটির সম্মেলনের প্রথমদিনেই উঠেছিল ঠল দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলনে বিতর্ক প্রসঙ্গ। সূত্রের খবর, জেলা সম্পাদক রতন বাগচী জানান, ১৮ জনের নাম প্রত্যাহার এর সিদ্ধান্ত পরিকল্পিত। একজোট হয়েই করা হয়েছে। এরপর দল যা সিদ্ধান্ত নেবেন মেনে নেবেন তিনি।
আরও পড়ুন: Ultodanga Accident: ভয়ংকর রেষারেষি! মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল বাস, আশঙ্কাজনক অবস্থা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)