বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, হস্টেলে সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিং অভিযোগ দুই প্রথম বর্ষের ছাত্রের
ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ RAGGING-এর। মানসিক নির্যাতনের পর, দুই আবাসিক ছাত্রকে হস্টেল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে আগামিকাল দুপুরে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-RAGGING কমিটি।
ব্যুরো: ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ RAGGING-এর। মানসিক নির্যাতনের পর, দুই আবাসিক ছাত্রকে হস্টেল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে আগামিকাল দুপুরে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-RAGGING কমিটি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলের প্রথম বর্ষের ছাত্রদের RAGGING করা হচ্ছে। এই অভিযোগ তুলে কয়েকদিন ধরে একটি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন দ্বিতায় ও তৃতীয় বর্ষের দুই ছাত্র। এর দুজনেই যাদবপুরের মেইন হস্টেলের আবাসিক। অভিযোগ সেকারণে গতকাল রাতে তাদের ওপর মানসিক অত্যাচার করে হষ্টেল ছাড়া করা হয়।
অভিযোগকারীদের দাবি প্রথমবর্ষের ছাত্ররা তাদের কাছে রাগিং-এর অভিযোগ আগেই করেছিল। গোটা বিষয়টি তারা ভিডিও রেকর্ডিং করে।
গোটা ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ও যাদবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
মোট ছ-জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদের এক পদাধিকারিও।