রিভিউ কমিটির সুপারিশে যাদবপুরের র‍্যাগিং-এ অভিযুক্ত ছাত্রদের শাস্তি লঘু হওয়ার পথে

যাদবপুরে র‍্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি লঘু হতে চলেছে। রিভিউ কমিটির সুপারিশেই এই ইঙ্গিত মিলেছে।  শাস্তি যেন কখনই ছাত্রদের কেরিয়ারের ক্ষতি না করে। উপাচার্যের সুরে সুর মিলিয়ে এই সুপারিশই করেছে রিভিউ কমিটি। সোমবারই এই সুপারিশ জমা পড়েছে উপাচার্যের কাছে।

Updated By: Nov 6, 2013, 08:12 PM IST

যাদবপুরে র‍্যাগিং-এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি লঘু হতে চলেছে। রিভিউ কমিটির সুপারিশেই এই ইঙ্গিত মিলেছে।  শাস্তি যেন কখনই ছাত্রদের কেরিয়ারের ক্ষতি না করে। উপাচার্যের সুরে সুর মিলিয়ে এই সুপারিশই করেছে রিভিউ কমিটি। সোমবারই এই সুপারিশ জমা পড়েছে উপাচার্যের কাছে।
দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে র‍্যাগিং করার অপরাধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ‍্যান্টি র‍্যাগিং কমিটি দুই ছাত্রের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে। এক ছাত্রকে এক সেমিষ্টার ও আরেক ছাত্রকে দুই সেমেষ্টার বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি। এরপরেই শাস্তি মুকুবের দাবিতে প্রায় পঞ্চাশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের তত্কালীন উপাচার্যকে ঘেরাও করে রাখে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র সংসদ। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন উপাচার্য শৌভিক ভট্টাচার্য। 
সেই সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন অভিজিত্ চক্রবর্তী।  বর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। ছাত্রদের শাস্তি দেওয়ার ঘোরতর বিরোধী ছিলেন অভিজিৎ বাবু। এরপর মূলত তাঁর চাপেই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি একটি রিভিউ কমিটি তৈরি করে। সোমবার রিভিউ কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্ট নিয়ে কমিটির তরফে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
কিন্তু জানা গিয়েছে কমিটি তাদের রিপোর্টে বলেছে, শাস্তির মেয়াদ শেষে  ছাত্রদের ভবিষ্যত  জীবনে প্রভাব ফেলে এমন কোনও শাস্তি যেন না দেওয়া হয়।  
 
তবে  র‍্যাগিং-এর অভিযোগকে সত্যিই বলেই মনে করছে রিভিউ কমিটি। 
 
অনেকেই মনে করছেন কমিটি যা সুপারিশ করেছে তার ফলে ছাত্রদের শাস্তি কমতে বাধ্য। কারণ অ‍্যান্টি র‍্যাগিং কমিটি অভিযুক্ত ছাত্রদের একজনকে এক সেমেষ্টার ও অন্যজনকে দুই সেমেষ্টার বহিষ্কারের সুপারিশ করেছিল। এই শাস্তি কার্যকর হলে অভিযুক্ত দুই ছাত্রর পড়াশুনায় প্রভাব পড়তে বাধ্য। কিন্তু নতুন  সুপারিশের পর আগের কঠিন শাস্তির  সুপারিশ কার্যকর হবে কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

.