রাহুল সিনহার জন্য CRPF নিরাপত্তা: কেন্দ্র স্বেচ্ছাচার চালাচ্ছে, অভিযোগ ডেরেকের
রাহুল সিনহার জন্য CRPF নিরাপত্তার ব্যবস্থা করতে চলছে কেন্দ্র। এই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েগেল। শাসকদল বিজপি বিষয়টিকে একবারেই ভাল ভাবে নিতে রাজি নয়। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ডেরেক ওব্রায়েনে।
কলকাতা: রাহুল সিনহার জন্য CRPF নিরাপত্তার ব্যবস্থা করতে চলছে কেন্দ্র। এই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েগেল। শাসকদল বিজপি বিষয়টিকে একবারেই ভাল ভাবে নিতে রাজি নয়। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ডেরেক ওব্রায়েনে।
তিনি বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশেই নিরাপত্তা। এটাই কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা? ব্যক্তিকে অত্যধিক গুরুত্ব। প্রতিহিংসামূলক আচরণ কেন্দ্রের।'' অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে মন্তব্য করেছেন তিনি।
These actions all have clear political purpose and a negative destructive attitude. A 'central dictatorship' is going on. (3/3)
— AITC (@AITCofficial) January 17, 2015
All this done without consulting state govt. Bulldozing the federal structure (2/3)
— AITC (@AITCofficial) January 17, 2015
Giving the BJP Bengal President CRPF security is just another example of misusing central power: Derek O'Brien (1/3)
— AITC (@AITCofficial) January 17, 2015