সেতুর স্বাস্থ্য রক্ষার দায়িত্ব বন্টনে রেল-রাজ্য মউ শীঘ্রই

সারা রাজ্যে ইতিমধ্যেই ২০০০ এর ওপর সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

Updated By: Oct 24, 2019, 12:50 PM IST
সেতুর স্বাস্থ্য রক্ষার দায়িত্ব বন্টনে রেল-রাজ্য মউ শীঘ্রই

সুতপা সেন :  বিভিন্ন ব্রিজের রক্ষনাবেক্ষনের ব্যাপারে কার কি দায়িত্ব তা সুনিশ্চিত করতে আগামী সপ্তাহে রেলের সঙ্গে মউ সাক্ষর করবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নবান্নে হবে এই মউ। রেলওয়ে ওভার ব্রিজে বা যে কোনও ব্রিজে রেললাইনের ওপর কোনও অংশ থাকলে তার রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকবে রেলের হাতে। বাকি অংশের রক্ষনাবেক্ষনের দায়িত্ব থাকবে রাজ্যের হাতে। সারা রাজ্যে ইতিমধ্যেই ২০০০ এর ওপর সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেখা যাচ্ছে বেশীরভাগ ব্রিজেই রেললাইনের উপরের অংশে সবচেয়ে খারাপ অবস্থা।

মউ নাহলে রেল ঠিক মতো দায়িত্ব পালন করছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছে নগরোন্নয়ন দফতর ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। একই অভিযোগ HRBC এর আধিকারিকরা ।

আরও পড়ুন - মেডিক্যালে বিরলকাণ্ড! অস্ত্রোপচারের পর কেমো বন্ধ হতেই মিলিয়ে গেল ক্যানসার

সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে নগরোন্নয়ন দফতর ও পূর্ত দফতরের নজরে এসেছে বেশিরভাগ রেলওয়ে ওভার ব্রিজের (ROB) অবস্থা বেশ খারাপ। অথচ সংস্কারের ব্যাপারে রেল বেশ উদাসিন। রেলের সঙ্গে যৌথ পরিদর্শন ও কো-অর্ডিনেশন তাই খুব জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

 

.