অনশনে বসলেন রেলকর্মীরা

তাঁদের দিয়ে ষোলো ঘণ্টা ডিউটি করানো যাবেনা-এই দাবিকে সামনে রেখে অনশন আন্দোলন শুরু করলেন রেলের চালক এবং গার্ডরা। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরের সামনে অনশনে বসেছেন তাঁরা।

Updated By: Nov 15, 2011, 05:56 PM IST

তাঁদের দিয়ে ষোলো ঘণ্টা ডিউটি করানো যাবেনা-এই দাবিকে সামনে রেখে অনশন আন্দোলন শুরু করলেন রেলের চালক এবং গার্ডরা। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতরের সামনে অনশনে বসেছেন তাঁরা। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রেলমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁরা জানিয়েছেন, অবিলম্বে সমস্যার সমাধান না হলে গোটা দেশজুড়ে কর্মবিরতি শুরু করা হবে। গত এক বছরে ছোটবড় মিলিয়ে প্রায় ছিয়াত্তরটি রেল দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে রেলের চালক অথবা গার্ডের বিরুদ্ধে। এবার তার প্রতিকারের দাবিতে আন্দোলনে নামলেন রেলের লক্ষাধিক চালক এবং গার্ড। পূর্ব রেলের সদর দফতরের সামনে অনশন আন্দোলনে বসেছেন তাঁরা।
 

.