অষ্টমীর সকালের আনন্দটা মাটি করে দিল নাছোড় ঘূর্ণাবর্ত

অষ্টমীর সকালের আনন্দটা মাটি করে দিতেই যেন প্রস্তুত ছিল নাছোড় ঘূর্ণাবর্ত। সকাল দুপুরে পা দেওয়ার আগে শহরে বৃষ্টি নামল ঝমঝমিয়ে । বাদ গেল না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। সব জায়গা থেকেই বিচ্ছিন্ন বৃষ্টির খবর মিলেছে। উত্তরবঙ্গেও বৃষ্টি জল ঢালল পুজোর আনন্দে।

Updated By: Oct 9, 2016, 12:34 PM IST
 অষ্টমীর সকালের আনন্দটা মাটি করে দিল নাছোড় ঘূর্ণাবর্ত

ওয়েব ডেস্ক: অষ্টমীর সকালের আনন্দটা মাটি করে দিতেই যেন প্রস্তুত ছিল নাছোড় ঘূর্ণাবর্ত। সকাল দুপুরে পা দেওয়ার আগে শহরে বৃষ্টি নামল ঝমঝমিয়ে । বাদ গেল না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। সব জায়গা থেকেই বিচ্ছিন্ন বৃষ্টির খবর মিলেছে। উত্তরবঙ্গেও বৃষ্টি জল ঢালল পুজোর আনন্দে।

আরও পড়ুন বলিউড তারকাদের মধ্যে এ বছরে সবথেকে বেশি আয়কর দিয়েছেন কে জানেন?

সপ্তমীতেও ছিল বৃষ্টি। কিন্তু সেই অর্থে পুজোর একেবারে শুরুর দিন তাই বৃষ্টি হলেও মন বলেছিল, এখনও তো তিনদিন। কিন্তু এবার অষ্টমীর সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি শহরে এবং জেলায় জেলায়। পুজোর এই কটা দিনে এমন বৃষ্টি হওয়ায় মন খারাপ সকলেরই। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামছেন মানুষ।

আরও পড়ুন  নিজে নিজেই ওজন কমানোর জন্য পাঁচটি টিপস

.