স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রবিবার সন্ধেয় মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে ছিল দমকা হাওয়ার দাপট। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ঝড়বৃষ্টির জেরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রবিবার সন্ধেয় মুষলধারে বৃষ্টি নামে। সঙ্গে ছিল দমকা হাওয়ার দাপট। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ঝড়বৃষ্টির জেরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি স্বস্তি আনে কলকাতায়। ঘটে যায় বিপত্তিও। মিলনমেলায় ক্ষতিগ্রস্থ হয় স্বনির্ভর গোষ্ঠীর স্টল। ভিআইপি রোডে শ্রীভূমি ও লেকটাউনের মধ্যে সরকারের বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হওয়া একটি গেট ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। ঝড়বৃষ্টির কারণে বিদ্যুত সরবরাহে বিঘ্ন ঘটায় শিয়ালদা মেন শাখায় কয়েকটি লোকাল ট্রেন দেরিতে ছাড়ে। হাওড়ার লিলুয়ায় রেললাইনের ওপর গাছের ডাল পড়ায় কিছুক্ষণের জন্য কর্ড লাইন দিয়ে কয়েকটি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়। ঝড়বৃষ্টিতে সুন্দরবন সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাঙরের সুণ্ডিয়ায় গাছ ভেঙে পড়ায় বেশ কয়েকটি দোকান ও স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতি হয়। ক্যানিং, গোসাবা, বাসন্তি, জয়নগরে ঝড়ে কাঁচা বাড়ির চাল উড়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় কুলপি থানার রামকৃষ্ণপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান করবী হালদার নামে এক মহিলা। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। বর্ধমানের কালনায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ের দাপট। পুরুলিয়ার আদ্রা-রঘুনাথপুরে ভারি বৃষ্টি হয়। টানা গরমের পর এদিন বিকেলে বৃষ্টিতে ভিজেছে নদীয়া, হুগলি। হাওড়া, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতেও ঝড়বৃষ্টি হয়েছে।