সিন্ডিকেটের বরাত পাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বরাহনগরে

ইমারতি জিনিসপত্র সরবরাহের বরাত পাওয়া নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। রবিবার বরাহনগরের বিধান পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছ। দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

Updated By: May 20, 2012, 06:15 PM IST

ইমারতি জিনিসপত্র সরবরাহের বরাত পাওয়া নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। রবিবার বরাহনগরের বিধান পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছ। দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
রবিবার বরাহনগরে ইমারতি জিনিসপত্র সরবরাহের বরাত পাওয়া নিয়ে ছোটন বসু এবং রাজকুমার চট্টোপাধ্যায়ের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল শুরু হয়। দুপক্ষের লোকজনই আগ্নেয়াস্ত্র, রড, লাঠি নিয়ে রাস্তায় ছুটোছুটি শুরু করে দেয়। তার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে রানা মজুমদার, রাজ মজুমদার, রবি মজুমদার, বাপি সরকার এবং রামু নামে পাঁচজন আহত হয়েছেন।
সিন্ডিকেট নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে দীর্ঘদিন ধরেই গণ্ডগোল চলছে। প্রোমোটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দলে বরদাস্ত করা হবে না বলে একাধিকবার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বার্তা যে দলের নীচুস্তরে ঠিকমতো পৌঁছচ্ছে না, বরানগরের ঘটনা, তা আরও একবার সামনে এনে দিল।

.