ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আছড়ে পড়তে পারে কালবৈশাখী

বুধবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে।

Updated By: May 2, 2012, 12:19 PM IST

বুধবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বেশকয়েকটি জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। আজ এই তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে নদিয়া, দুই চব্বিশ পরগনায় আজ কালবৈশাখী হতে পারে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

.