রাজারহাটকাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু

আঠাশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন রাজারহাটে একটি স্কুল খোলাকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন সিপিআইএম কর্মী শঙ্কর রায়।

Updated By: Mar 3, 2012, 10:14 PM IST

আঠাশে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন রাজারহাটে একটি স্কুল খোলাকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন সিপিআইএম কর্মী শঙ্কর রায়।
শঙ্কর রায়ের স্ত্রী টিঙ্কু রায়ের অভিযোগ, ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে এয়ারপোর্ট থানা। শনিবার এ নিয়ে ১৫৬র `গ` ধারায় বারাসত আদালতে একটি মামলা দায়ের করেন টিঙ্কু রায়। আদালত তাঁর অভিযোগ গ্রহণ করে এয়ারপোর্ট থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশে সব্যসাচী দত্ত সহ ১৩ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজারহাটে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় এটি চতুর্থ মামলা। এর আগে সব্যসাচী দত্ত ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে সিপিআইএম। পাল্টা আরেকটি অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস।
তাদের অভিযোগ রাজারহাট গোপালপুর পুরসভার চেয়ারম্যান ও সিপিআইএম নেতা তাপস চ্যাটার্জির বিরুদ্ধে মামলা রুজু হয়। আরেকটি অভিযোগ দায়ের করেছেন বিধায়ক সব্যসাচী দত্তের দেহরক্ষী। সংঘর্ষের সময় তাঁর সার্ভিস রিভলবারটি খোয়া গিয়েছিল বলে অভিযোগ করেছেন ওই দেহরক্ষী। যদিও পরে সেই রিভলবারটি উদ্ধার হয়। 

.