গ্রেফতারের পর অসুস্থ রজত মজুমদার, নিয়ে যাওয়া হল হাসপাতালে
সারদাকাণ্ডে প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল নেতা রজত মজুমদারকে গ্রেফতার করল সিবিআই ।
কলকাতা: সারদাকাণ্ডে প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল নেতা রজত মজুমদারকে গ্রেফতার করল সিবিআই । সারদার নিরাপত্তা উপদেষ্টা হিসাবে প্রথমে যোগ দিলেও পরে কোম্পানির ডিরেক্টর হন তিনি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। প্রশাসনিক ও রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে মোটা টাকার বিনিময়ে সারদা গোষ্ঠীকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে রজত মজুমদারের বিরুদ্ধে। সারদার টাকা নয়ছয়েরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
গ্রেফতার হওয়ার পরই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওই পুলিসকর্তা। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসিজিতে অবশ্য তাঁর হৃদযন্ত্রে কোনও গোলমাল ধরা পড়েনি। তাঁকে মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। আগামিকাল তাঁকে আদালতে পেশ করার কথা।