রাকেশ সিংয়ের ৭ দিনের পুলিসি হেফাজত

তোলাবাজির অভিযোগে অস্ত্রসহ ধৃত আইএনটিইউসি নেতা রাকেশ সিংকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। সোমবারই রাকেশ সিংকে ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ।

Updated By: May 1, 2012, 09:47 PM IST

তোলাবাজির অভিযোগে অস্ত্রসহ ধৃত আইএনটিইউসি নেতা রাকেশ সিংকে ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। সোমবারই রাকেশ সিংকে ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। অভিযোগ অমিত শর্মা নামে এক ব্যবসায়ীর কাছে ২৮ লক্ষ টাকার দাবি জানিয়ে অস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখায় রাকেশ ও তার দলবল। এই অভিযোগেই ওই আইএনটিইউসি নেতাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তাঁকে আদালত চত্বরে আনা হলে আইএনটিইউসির যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান।  তাঁকে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে বলে দাবি  রাকেশ সিংয়ের।

.