বেলুড় মঠে ভক্ত সমাগমের মাঝে চলছে রামকৃষ্ণ পরমহংশ দেবের ১৭৯ তম জন্মতিথি পালন

আজ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংশ দেবের ১৭৯ তম জন্মতিথি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হচ্ছে বেলুড়মঠে। ভোর সাড়ে চারটের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। তারপর উষা কীর্তণ। দক্ষিণেশ্বর, বেলুড় মঠে ভক্তদের জনসমুদ্রের মাঝে চলছে এই জন্মতিথি অনুষ্ঠান।

Updated By: Mar 3, 2014, 11:14 AM IST

আজ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংশ দেবের ১৭৯ তম জন্মতিথি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হচ্ছে বেলুড়মঠে। ভোর সাড়ে চারটের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। তারপর উষা কীর্তণ। দক্ষিণেশ্বর, বেলুড় মঠে ভক্তদের জনসমুদ্রের মাঝে চলছে এই জন্মতিথি অনুষ্ঠান।

পাঁচটা নাগাদ দেবস্তোত্র পাঠ করা হয়। সাড়ে পাঁচটায় রামকৃষ্ণ বন্দনা হয় এবং রামকৃষ্ণকে নিয়ে লেখা বিবেকানন্দের শ্লোক পাঠ করা হয়। সকাল ৬:৩০ মিনিট নাগাদ মঠ সংলগ্ন বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারা এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেন। ওই পদযাত্রা বেলুড় মঠ মন্দির প্রদক্ষিণ করে।

বিকেলে ধর্মসভা। ভোর থেকেই বেলুড়মঠে ভক্তদের ভিড়। শুধু বেলুড়মঠ নয়। অন্যান্য রামকৃষ্ণ মঠ ও মিশনেও একই ভাবে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের ১৭৯ তম জন্মতিথি।

অনুষ্ঠান ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

.