স্বামীজির দেশে ফেরার স্মরণে গঙ্গাবক্ষে জলযানের শোভাযাত্রা

স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে গঙ্গাবক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। বজবজ থেকে বেলুড় পর্যন্ত বত্রিশটি জলযানের বর্ণাঢ্য শোভাযাত্রায় স্মরণ করা হল স্বামী বিবেকানন্দকে। স্মরণ করা হল স্বামীজির শিকাগো থেকে দেশে ফেরাকে।

Updated By: Jan 13, 2014, 07:23 PM IST

স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে গঙ্গাবক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। বজবজ থেকে বেলুড় পর্যন্ত বত্রিশটি জলযানের বর্ণাঢ্য শোভাযাত্রায় স্মরণ করা হল স্বামী বিবেকানন্দকে। স্মরণ করা হল স্বামীজির শিকাগো থেকে দেশে ফেরাকে।

আমেরিকা থেকে ফিরে বজবজেই পা রেখেছিলেন বিবেকানন্দ। আজ ৩০টি জলযান বজবজ থেকে বেলুড়মঠ হয়ে পানিহাটির উদ্দেশে রওনা হয়। সার্ধ শতবর্ষে দেশ জুড়ে স্মরণ করা হচ্ছে স্বামী বিবেকানন্দকে। বেলুড় মঠেও আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। চার বছর আগে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষের অনুষ্ঠান শুরু করেছিল রামকৃষ্ণ মিশন।

আগামী উনিশে জানুয়ারি বেলুড় মঠে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। দেড়শ প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ।

.