Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ CBI-এর, নাম রয়েছে জীবনকৃষ্ণের
নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল CBI। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম চার্জশিটে। নাম রয়েছে এজেন্ট সুব্রত সামন্ত রায়েরও। দুর্নীতি দমন আইনের দু’টি ধারায় মামলা দায়ের।
বিক্রম দাস: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই-এর। চার্জশিটে নাম রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও এজেন্ট সুব্রত সামন্ত রায়ের। মোবাইল পুকুরে ছুড়ে ফেলায় জীবনকৃষ্ণের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন আইনের দু’টি ধারায় মামলা দায়ের। ধৃতদের বিরুদ্ধে ১২০ (বি), ১০৯, ২০১, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় মামলা রুজু হয়েছে।
সূত্রের খবর, সুব্রতর মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা তোলা হত বলে সিবিআইয়ের দাবি। এমনকী উল্লেখযোগ্যভাবে ২০১ ধারায় মামলা রুজু করেছে সিবিআই। যার অর্থ তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। চার্জশিটে সিবিআইয়ের দাবি, জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং বহু তথ্য মুছে ফেলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ২০১ ধারায় মামলা করা হয়েছে। চার্জশিটে কারণ উল্লেখ করে জানিয়েছে সিবিআই।
২৭ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল সিবিআই। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে গত এপ্রিল মাসে হানা দেয় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে তাঁর যোগসাজশের অভিযোগ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জীবনকৃষ্ণের বিরুদ্ধে হাতে আসা তথ্য প্রমাণও আদালতে পেশ করেছেন গোয়েন্দারা। জীবনকৃষ্ণ আপাতত সিবিআই হেফাজতেই রয়েছেন।
আরও পড়ুন, Abhishek Banerjee: বেঙ্গালুরুতে বিরোধীদের জোট বৈঠকে এবার মমতার সঙ্গী অভিষেকও