বিমানবন্দরে বিক্ষোভে কিংফিশার কর্মীরা

কিংফিশার বিমান সংস্থার কর্মচ্যুত প্রায় ছশো কর্মী বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন। গত ২৫ মার্চ থেকে কিংফিশার দমদম বিমানবন্দরে তাদের যাবতীয় পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে কাজ হারিয়েছেন এই ছশো কর্মী। দ্রুত সমস্যার সমাধানের দাবিতেই বিক্ষোভ দেখান তারা। সিপিআইএম নেতা অমিতাভ নন্দীর নেতৃত্বে মিছিল করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুটি স্মারকলিপিও দিয়েছেন তারা।

Updated By: Mar 29, 2012, 09:08 PM IST

কিংফিশার বিমান সংস্থার কর্মচ্যুত প্রায় ছশো কর্মী বৃহস্পতিবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখালেন। গত ২৫ মার্চ থেকে কিংফিশার দমদম বিমানবন্দরে তাদের যাবতীয় পরিষেবা বন্ধ করে দিয়েছে। ফলে কাজ হারিয়েছেন এই ছশো কর্মী। দ্রুত সমস্যার সমাধানের দাবিতেই বিক্ষোভ দেখান তারা। সিপিআইএম নেতা অমিতাভ নন্দীর নেতৃত্বে মিছিল করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে দুটি স্মারকলিপিও দিয়েছেন তারা।
ছাঁটাই কর্মীদের অনেকেই বেশ কিছুদিন ধরে বেতন পাচ্ছিলেন না। তারওপর আচমকা চাকরি চলে যাওয়ায় চূড়ান্ত অনিশ্চয়তার শিকার হয়েছেন তারা। এব্যাপারে কিংফিশার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন ছাঁটাই কর্মীরা। কিন্তু বিমান সংস্থার তরফে তাদের প্রশ্নের সদুত্তর মেলেনি। দাবি না মানা হলে, বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

.