বরুণকে খুন করাই উদ্দেশ্য ছিল: বিমান বসু

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের  ২৪  ঘণ্টা পরেও আতঙ্কে কাঁপছে বারাকপুর। মনিরামপুর এলাকা থমথমে। পুলিসি প্রহরা সত্ত্বেও ভরসা পাচ্ছেননা বাসিন্দারা। মাসের পর মাস একইভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র হলেও বারাকপুর কমিশনারেটের তেমন কোনও ভুমিকা দেখেননি তারা। বৃহস্পতিবার রাত থেকে শনিবার বিকেল। টানা ৩৬ ঘণ্টা  আতঙ্কের প্রহর গুনে চলেছে বারাকপুরের মনিরামপুর। সিন্ডিকেটের দখলদারি, প্রমোটিং, সরকারি সংস্থায় ঠিকাদারির বরাত এবং গঙ্গার বালি তোলা। একাধিক ইস্যুতে শিবু যাদব এবং রবীন ভট্টাচার্যের বিবাদ দীর্ঘদিনের। বিবাদে অন্য মাত্রা যোগ করে রবীন ঘনিষ্ঠ জিতুলাল তাঁতির খুনের ঘটনা। এরপর থেকেই দুপক্ষের নিয়ন্ত্রণহীন সংঘর্ষে ত্রস্ত এলাকার আমজনতা।

Updated By: Jun 8, 2013, 10:52 PM IST

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের  ২৪  ঘণ্টা পরেও আতঙ্কে কাঁপছে বারাকপুর। মনিরামপুর এলাকা থমথমে। পুলিসি প্রহরা সত্ত্বেও ভরসা পাচ্ছেননা বাসিন্দারা। মাসের পর মাস একইভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র হলেও বারাকপুর কমিশনারেটের তেমন কোনও ভুমিকা দেখেননি তারা। বৃহস্পতিবার রাত থেকে শনিবার বিকেল। টানা ৩৬ ঘণ্টা  আতঙ্কের প্রহর গুনে চলেছে বারাকপুরের মনিরামপুর। সিন্ডিকেটের দখলদারি, প্রমোটিং, সরকারি সংস্থায় ঠিকাদারির বরাত এবং গঙ্গার বালি তোলা। একাধিক ইস্যুতে শিবু যাদব এবং রবীন ভট্টাচার্যের বিবাদ দীর্ঘদিনের। বিবাদে অন্য মাত্রা যোগ করে রবীন ঘনিষ্ঠ জিতুলাল তাঁতির খুনের ঘটনা। এরপর থেকেই দুপক্ষের নিয়ন্ত্রণহীন সংঘর্ষে ত্রস্ত এলাকার আমজনতা।
 
তৃণমূল নেতৃত্বের দাবি, হামলাকারী কিংবা আক্রান্ত কেউই তাঁদের দলের  কর্মী-সমর্থক নয়। এমনকী ঘটনার খবর করতে যাওয়ায় ২৪ ঘণ্টার সাংবাদিক বরুণ সেনগুপ্তকে যারা পুড়িয়ে মারার চেষ্টা  করেছে, তারাও দলের কেউ নয়। এলাকাবাসীরা অবশ্য অন্য কথা বলছেন। অন্য সুর স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও রবীন ঘনিষ্ঠ কাউন্সিলরদের গলাতেও।
শুক্রবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর করতে গিয়ে বারাকপুরে আক্রান্ত হন দুই সাংবাদিক। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় ২৪ ঘণ্টার সাংবাদিক বরুণ সেনগুপ্তকে। আক্রান্ত হন এবিপি আনন্দের প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায় ও কলকাতা টিভির প্রতিনিধি টোনা সিংহ রায়। আক্রান্ত বরুণ ও আস্তিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালই এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রেস ক্লাবের সম্পাদক অনিন্দ্য সেনগুপ্ত। আজ সকালেই কলকাতার রুবি হাসপাতালে নিয়ে আসা হয় বরুণকে। হাসপাতালে গিয়ে বরুণের সঙ্গে দেখা করেন ২৪ ঘণ্টার এডিটর ইনপুট অঞ্জন বন্দ্যোপাধ্যায়। ওই হাসপাতালেই ভর্তি এবিপি আনন্দের আক্রান্ত প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়ও। গতকাল তিনিও তৃণমূলের হামলায় গুরুতর জখম হয়েছেন। ২৪ ঘণ্টার এডিটর ইনপুট অঞ্জন বন্দ্যোপাধ্যায় আস্তিকের সঙ্গেও দেখা করেন। কথা বলেন বরুণ ও আস্তিকের পরিবারের সঙ্গে।
বালা বাড়তেই একে একে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারাও। আসেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শাসক গোষ্ঠীর দুষ্কৃতীদের হাতে সাংবাদিকদের মার খাওয়ার ঘটনার নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

Tags:
.