ভোটের শেষ লগ্নেও নিউটাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

সূত্রের খবর, ওই বাড়িতেই ভাড়া থাকত  ইন্দ্রনীল। সেখানে ভাড়া থাকার কারণ কী বা কোথা থেকে এই টাকা এল, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 

Updated By: May 17, 2019, 06:53 PM IST
ভোটের শেষ লগ্নেও নিউটাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদন: মাঝে আর মাত্র একদিন। রবিবার সপ্তম দফা তথা শেষ দফার ভোট। মঙ্গলবার সন্ধে কলেজস্ট্রিটের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৎপর নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে নাকা চেকিং। আজ, শুক্রবার নিউটাউন থেকে ফের লক্ষাধিক টাকা উদ্ধার করল পুলিস। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার হয়।

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় বিপুল টাকা সহ আটক জেলা বিজেপি নেতা

পুলিসসূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে দুপুরে নিউটাউন এর গোল বিল্ডিং থেকে  এক যুবক কে আটক করে নিউটাউন থানার পুলিস। জানা গিয়েছে ধৃত ইন্দ্রনীল আচারিয়া নামে ওই ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা। তার ঘর থেকেই ওই টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই বাড়িতেই ভাড়া থাকত  ইন্দ্রনীল। সেখানে ভাড়া থাকার কারণ কী বা কোথা থেকে এই টাকা এল, এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 

.