বাস্তবের অ্যান্টনি কবিয়ালকে ফিরে পেতে চেয়ে
অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলার সংস্কৃতিতে বারবার ফিরে এসেছে এই কবিয়ালের নাম। কখনো মঞ্চে কখনও সেলুলয়েডে। কিন্তু অ্যান্টনির একমাত্র জীবনকথাটি হারিয়ে ছিল দুষ্প্রাপ্য পত্রিকার পাতায়। এবার পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগরের লেখা সেই বই নতুন করে প্রকাশিত হতে চলেছে।
অ্যান্টনি ফিরিঙ্গি। বাংলার সংস্কৃতিতে বারবার ফিরে এসেছে এই কবিয়ালের নাম। কখনো মঞ্চে কখনও সেলুলয়েডে। কিন্তু অ্যান্টনির একমাত্র জীবনকথাটি হারিয়ে ছিল দুষ্প্রাপ্য পত্রিকার পাতায়। এবার পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগরের লেখা সেই বই নতুন করে প্রকাশিত হতে চলেছে।
১৯৬৭ সালে সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালনায় রূপলী পর্দায় আসেন অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি চরিত্রে উত্তম কুমারের অভিনয় মন কেড়েছিল দর্শকের। মঞ্চেও ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল অ্যান্টনি কবিয়ালের কথা। কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে প্রচলিত গল্পগুলির উপরে ভিত্তি করেই তৈরি হয়েছিল এই সিনেমা, নাটকগুলি।
আধুনিক বাংলা সিনেমার সুপার হিট গান গুলির আসল অ্যান্টনি কবিয়ালের কোনও সম্পর্কই ছিল না।
তাহলে ঠিক কেমন ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ?
না জানা এমন বহু তথ্য জানতেই যাত্রা শুরু। অ্যান্টনির আসল জীবনকাহিনী লুকিয়ে ছিল ১৩৪২ বঙ্গাব্দে প্রকাশিত বঙ্গশ্রী পত্রিকার পাতায়।
নতুন বইতে পূর্ণচন্দ্র দে উদ্ভট সাগরের ভাষার কোনও পরিবর্তন করছেন না সম্পাদক। সেই সঙ্গে সঙ্কলিত হয়েছে অ্যান্টনি কবিয়ালের গানগুলিও।