আমার এলার্জি শুরু হয়ে গিয়েছে, সুপ্রিম কোর্টের বাজি-সম্মতির পর ভেঙে পড়লেন রোশনি আলি
সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছেন না রোশনি।
নিজস্ব প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে পরিবেশবান্ধব বাজির ব্যবহারে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের পর দৃশ্যত ভেঙে পড়েছেন পরিবেশ কর্মী রোশনি আলি। ভগ্ন মনোরথেই জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন,''হ্যাঁ আমি হেরে গিয়েছি। ইচ্ছে ছিল প্রকৃতিকে বাঁচানোর। কয়েক মাস আগে অক্সিজেন না পেয়ে কতজন মারা গিয়েছে। ওঁদের কথা মনে রেখে চেয়েছিলাম কালীপুজোয় যেন পরিচ্ছন্ন বাতাস পাই।''
বাজির ধোঁয়ায় শরীরে নানা সমস্যা দেখা দেয় বলেও মনে করিয়ে দেন রোশনি। তাঁর কথায়,''আমার ইতিমধ্যেই এলার্জি শুরু হয়ে গিয়েছে। ঘরের বয়স্ক আপাদের এলার্জি। এর মধ্যে বাজি পোড়াতে দিলে কি সমাজের জন্য মঙ্গল?''
বাজি নিষিদ্ধ করার জন্যে হাইকোর্টে আর্জি করেছিলেন রোশনি। তার পর নানা কটূক্তির মুখেও পড়তে হয়েছে তাঁকে। রোশনির বক্তব্য,''আমি সাধারণ ছবি করিয়ে। ফুটবল খেলি। দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য রাজনীতির কথা শুনতে হচ্ছে।। সুস্থ থাকার চেষ্টা করুন। মানুষের সঙ্গে প্রকৃতির যোগ রয়েছে। একটু সেকুলার হয়ে নতুন সময়ের জন্য যেন এগোতে পারি।''
সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছেন না রোশনি। বাজি ব্যবসায়ীর লোকসানের প্রসঙ্গে তাঁর অভিমত,''লাভের চেয়ে মানুষের জীবন দামি। এটা শুধু আমার যুদ্ধ নয়। আমি একজন নাগরিক হিসেবে মামলা করেছি। লোকে সচেতন হোক। একটু বুদ্ধি হোক। বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। এই বিষয়টি দেখা উচিত ছিল সুপ্রিম কোর্টের।''
আরও পড়ুন- কালীপুজোয় বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, হাইকোর্টের রায় খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট