তৃণমূলকে হারাতে একই সুরে অধীর ও সূর্য, জোট নিয়ে ভাবছেন না রূপা
জোট নিয়ে যখন জোর সওয়াল অধীর চৌধুরীর, তখন ভিন্ন পথে হাঁটলেন সূর্যকান্ত মিশ্র। মানুষের জোটের পক্ষে সওয়াল। তৃণমূল, বিজেপি কর্মীদের দলে টানার আহ্বান জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। সিপিএমের হাত ধরতে ফের জোরালো সওয়াল প্রদেশ কংগ্রেস সভাপতিরও। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচতে কংগ্রেস ও সিপিএমের নিচুতলার কর্মীরা জোটে আগ্রহী। তৃণমূলস্তরে তাই জোট প্রয়োজন। বললেন অধীর চৌধুরী। তবে হাইকম্যাণ্ডের কম্যাণ্ড না পাওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না প্রদেশ কংগ্রেস।
ওয়েব ডেস্ক: জোট নিয়ে যখন জোর সওয়াল অধীর চৌধুরীর, তখন ভিন্ন পথে হাঁটলেন সূর্যকান্ত মিশ্র। মানুষের জোটের পক্ষে সওয়াল। তৃণমূল, বিজেপি কর্মীদের দলে টানার আহ্বান জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। সিপিএমের হাত ধরতে ফের জোরালো সওয়াল প্রদেশ কংগ্রেস সভাপতিরও। তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচতে কংগ্রেস ও সিপিএমের নিচুতলার কর্মীরা জোটে আগ্রহী। তৃণমূলস্তরে তাই জোট প্রয়োজন। বললেন অধীর চৌধুরী। তবে হাইকম্যাণ্ডের কম্যাণ্ড না পাওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না প্রদেশ কংগ্রেস।
তৃণমূল হারবে। তৃণমূলকে হারাতেই হবে। তবে কংগ্রেস-সিপিএমের জোট নিয়ে ভাবছেই না বিজেপি। বললেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।