Saltlake: স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না... সল্টলেকে বেপরোয়া বাসের রেষারেষিতে মৃত্যু একরত্তির!
পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বেপরোয়া গতির বলি স্কুলপড়ুয়া। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির স্কুলপড়ুয়ার মৃত্যু। দুর্ঘটনায় আহত আরও ১ স্কুলপড়ুয়া। সল্টলেকে ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনা।
বেহালা, বাঁশদ্রোণীর পর এবার সল্টলেক। ফের বেপরোয়া দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। স্কুটি করে স্কুলপড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময়ই স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া বাস। সল্টলেক ২ নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনায় আহত হয় ২ স্কুলপড়ুয়া সহ মোট ৩ জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয়।
পুলিস সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময় সল্টলেক ২ নম্বর গেট থেকে ২১৫এ রুটের দুটি বাস রেষারেষি করছিল। দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হন অভিভাবক ও স্কুলপড়ুয়ারা। তাঁদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় উল্টোডাঙায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় এক পড়ুয়ার।
এই ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিস। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, অন্যান্য দিন পুলিস থাকলেও, আজ ওই জায়গায় কোনও পুলিস ছিল না। থাকলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। ধুন্ধুমার সল্টলেকে।
আরও পড়ুন, ED Raid: নারী পাচার, দেহব্যবসা, হাওয়ালার মাধ্যমে টাকা পাচার! দেশের ১২ জায়গায় ইডির হানা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)