ছিনতাই হওয়া জিনিস মালিকের হাতে তুলে দিতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিল বিধাননগর পুলিস

Updated By: Oct 20, 2014, 11:06 PM IST
ছিনতাই হওয়া জিনিস মালিকের হাতে তুলে দিতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিল বিধাননগর পুলিস

ছিনতাইবাজ ধরা পড়েছিল আগেই। উদ্ধার যাওয়া জিনিস আসল মালিকের হাতে তুলেও দিতে এবার সোশ্যাল নেটওয়ার্কের সাহায্য নিচ্ছে পুলিস।  

গত সপ্তাহে বিধাননগর পুলিস পাঁচজন ছিনতাইবাজকে গ্রেফতার করে।  ধৃতদের জেরা করে খড়্গপুর, ধনেখালিতে হানা দিয়ে চোরাই মোবাইল, ট্যাপটপ, সোনার গয়না উদ্ধার হয়েছে। গত কয়েক মাসে বারোটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছিল বিধাননগরের বিভিন্ন থানায়। তদন্তে নেমে গত ষোলই অক্টোবর এক ছাত্রী ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিস। পরে গ্রেফতার হয় আরও দুজন। ধৃতদের জেরা করে  খড়্গপুর, ধনেখালির ডেরায় হানা দেয় পুলিস। উদ্ধার হয়েছে  মোবাইল , ট্যাপটপ, সোনার গয়না সহ প্রচুর জিনিস।

পুলিসের দাবি, চুরি যাওয়া মোবাইল, ল্যাপটপ ঝাড়খন্ডে পাচার করার পরিকল্পনা ছিল ধৃতদের। এই চক্রে জড়িত আরও কয়েকজনের খোঁজ করছেন বিধাননগর পুলিসের গোয়েন্দারা। সোমবার উদ্ধার হওয়া জিনিসের বেশ কয়েকটি  আসল মালিকের হাতে তুলেদিয়েছে পুলিস। সব জিনিসের মালিকের এখনও খোঁজ মেলেনি। চুরি যাওয়া জিনিস ফিরিয়ে দিতে তাই সোস্যাল নেটওয়ার্কিং সাইটেও বিজ্ঞপ্তি দেবে বিধাননগর কমিশারিয়েট।

 

.