সল্টলেক গণধর্ষণ কাণ্ডে বিক্ষোভ বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির
সল্টলেক ধর্ষণ কাণ্ডে পথে নামল বিজেপি। সকালে বিধাননগরের ইলেকট্রনিক্স থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।
![সল্টলেক গণধর্ষণ কাণ্ডে বিক্ষোভ বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির সল্টলেক গণধর্ষণ কাণ্ডে বিক্ষোভ বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56535-saltlake-31-5-16.jpg)
ওয়েব ডেস্ক: সল্টলেক ধর্ষণ কাণ্ডে পথে নামল বিজেপি। সকালে বিধাননগরের ইলেকট্রনিক্স থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।
সল্টলেক কাণ্ডে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে প্রমাণ পাওয়া গেল গণধর্ষণের। তদন্তে নেমে তিন যুবককে আটক করেছে পুলিস। বাগুইআটি থেকে আটক করা হয়েছে অর্ণব দে ও শুভেন্দু নাথকে। সৌরভ বেরা নামে আরও একজনকে আটক করা হয়েছে সায়েন্স সিটি এলাকা থেকে। সিসিটিভি ফুটেজ ও নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিস নিশ্চিত হয় গাড়িতে ড্রাইভার সহ ছিল চার জন। প্রত্যেকেই বাংলায় কথা বলছিল। পুলিস জানতে পারে স্করপিও গাড়িতে ছিল দুষ্কৃতীরা। এরপরেই অভিযানে নেমে ওই তিন যুবককে আটক করা হয়।