খাস কলকাতা থেকে উদ্ধার হল কনটেনার ভর্তি চন্দনকাঠ

ডি আর আই ও শুল্ক দফতর  গোপন সূত্রে খবর পেয়ে কন্টেনারটি আটক করে। গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিং মৌর্য নামে এক ফ্রেট ফরওয়ার্ডার এবং ঐ গাড়ির চালক ছেদিলাল রাজভরকে।

Updated By: Mar 13, 2019, 08:47 PM IST
খাস কলকাতা থেকে উদ্ধার হল কনটেনার ভর্তি চন্দনকাঠ

নিজস্ব প্রতিবেদন: বন্দর এলাকায় উদ্ধার বিপুল পরিমাণ লাল চন্দনকাঠ । সোমবার  খিদিরপুর এলাকায় হানা দিয়ে ৬৭৯০ কেজি রক্তচন্দন উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা DRI  .  যার বাজারমূল্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা । রেডিমেড জামাকাপড়ের আড়ালে বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল এই বিপুল পরিমাণ চন্দনকাঠ। অন্য কোম্পানির  IEC বা রফতানি কোড ব্যবহার করে পাচার করা হচ্ছিল ।

 

................................

ডি আর আই ও শুল্ক দফতর  গোপন সূত্রে খবর পেয়ে কন্টেনারটি আটক করে। গ্রেফতার করা হয়েছে সঞ্জয় সিং মৌর্য নামে এক ফ্রেট ফরওয়ার্ডার এবং ঐ গাড়ির চালক ছেদিলাল রাজভরকে। সঞ্জয় সিং মৌর্য এর আগেও পাচারের রেকর্ড আছে বলে ডি আর আই সূত্রে খবর।

 

 

.