আমানতকারীরা টাকা পাচ্ছেন সরকারের তহবিল থেকে, সারদা সম্পত্তি বিক্রির সম্ভাবনা নেই

রাজ্যে ভোটপর্ব চলাকালীনই সারদার ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ আমানতকারীর টাকা ফেরানোর কথা ঘোষণা করল শ্যামল সেন কমিশন। পুরোটাই দেওয়া হচ্ছে সরকারের গড়া তহবিল থেকে। কিন্তু সুদীপ্ত সেনের সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর পালা এখনও শুরুই হয়নি। এমনকী সারদা গোষ্ঠী বাজার থেকে কত টাকা তুলেছিল, সেটাও স্পষ্ট নয় কমিশনের কাছে।

Updated By: Apr 26, 2014, 05:36 PM IST

রাজ্যে ভোটপর্ব চলাকালীনই সারদার ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ আমানতকারীর টাকা ফেরানোর কথা ঘোষণা করল শ্যামল সেন কমিশন। পুরোটাই দেওয়া হচ্ছে সরকারের গড়া তহবিল থেকে। কিন্তু সুদীপ্ত সেনের সম্পত্তি বিক্রি করে টাকা মেটানোর পালা এখনও শুরুই হয়নি। এমনকী সারদা গোষ্ঠী বাজার থেকে কত টাকা তুলেছিল, সেটাও স্পষ্ট নয় কমিশনের কাছে।

পুরো টাকাটাই দেওয়া হচ্ছে সরকারের গড়া পাঁচশো কোটি টাকার তহবিল থেকে। এপর্যন্ত সারদার আমানতকারীদের প্রায় বারো লক্ষ আবেদনের মধ্যে প্রায় দশ লক্ষ জনের আবেদনের সত্যতা খুঁজে পেয়েছে শ্যামল সেন কমিশন। তাঁদের মধ্যে সাড়ে ছলক্ষ জনের টাকা ফেরানোর ব্যবস্থা হল। কিন্তু সবার টাকা যে ফেরানো যাবে না, সেটা স্পষ্ট কমিশনের কাছেও। এই টাকা ফেরানোকেই হাতিয়ার করছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু সারদার আমানতকারীদের টাকা ফেরানো হচ্ছে সরকারের পাঁচশো কোটি টাকার তহবিল থেকে। অর্থাত্‍ জনগনের টাকাতেই ফেরানো হচ্ছে সারদার আমানতকারীদের টাকা। কিন্তু সুদীপ্ত সেনের সম্পত্তি বাজেয়াপ্ত করেই এই টাকা মেটানোর কথা। আর সেই কাজটাই করার কথা শ্যামল সেন কমিশনের।

প্রায় ন মাসে সুদীপ্ত সেনের সম্পত্তি থেকে কত টাকা উদ্ধার করেছে কমিশন? সারদা গোষ্ঠীর মোট সম্পত্তি কত, সেটাই এখনও স্পষ্ট নয় শ্যামল সেন কমিশনের কাছে। তারপর তো সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা, নিলাম করে টাকা তোলা আর তারপর আমানতকারীদের টাকা ফেরানোর পালা। সে কাজ যে কার্যত হয়ইনি, সেটা মানছে শ্যামল সেন কমিশনও। তবে কি জনগনের টাকায় সারদার কিছু আমানতকারীর টাকা ফিরিয়ে সরকার এতো বড়ো কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? কেনই বা সারদার কিছু সম্পত্তি জলের দরে হাত বদলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তৃণমূলের বেশ কিছু নেতার নাম?

.