ক্যাব চালকের কাছে হেনস্থার শিকার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত

 ক্যাবে  উঠে চরম হেনস্থার শিকার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত

Updated By: Feb 1, 2019, 08:28 AM IST
ক্যাব চালকের কাছে হেনস্থার শিকার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন:  স্মার্ট ক্যাবে  উঠে চরম হেনস্থার শিকার পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত।

পর্বতারোহী জানিয়েছেন, কসবায় অ্যাক্রোপলিসের সামনে থেকে ক্যাব বুক করেন তিনি।  কিছু বন্ধুকে নিয়ে তিনি  উবরে ওঠেন। বাকিরা ওলায়। পর্বতারোহীর অভিযোগ, উবরে উঠে বোসপুকুর হয়ে কবরডাঙা যাওয়ার কথা বলেন তিনি। উবর চালক তাঁকে স্পষ্টই মুখের ওপর জানিয়ে দেন, তিনি যাবেন না।

চন্দ্রানী সেনগুপ্ত ১০০ নম্বরে ফোন করেন

এরপর চালক পরিষ্কার তাঁদের গাড়ি থেকে নেমে যেতে বলেন। এই নিয়ে শুরু হয় বচসা। ১০০ নম্বর ডায়াল করেও কোনও সাহায্য মেলেনি। এরমধ্যেই তিন যুবক এসে তাঁদের ওপর চোটপাট চালায়। গাড়ি থেকে নেমে তারা  কালিকাপুরে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের ক্যাব- নিরাপত্তা। পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সত্যরূপ।

.