কলকাতায় শুরু হল এসবিআই এর মহিলা শাখার উদ্বোধন করলেন অরুন্ধতী ভট্টাচার্য

দেশের বৃহত্তম ব্যাঙ্কের শীর্ষপদে উঠে শিখর ছুঁয়েছেন তিনি। এবার অনেকটা তাঁরই উদ্যোগে কলকাতায় চালু হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম অল উওমেন ব্রাঞ্চ। অরুন্ধতী ভট্টাচার্য। এসবিআই-এর চেয়াম্যানের দায়িত্ব নিয়েছেন কয়েকমাস আগেই। আন্তর্জাতিক নারীদিবসে পার্ক স্ট্রিটে উদ্বোধন করলেন এসবিআই-এর বসুন্ধরা শাখা।

Updated By: Mar 8, 2014, 05:20 PM IST

দেশের বৃহত্তম ব্যাঙ্কের শীর্ষপদে উঠে শিখর ছুঁয়েছেন তিনি। এবার অনেকটা তাঁরই উদ্যোগে কলকাতায় চালু হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম অল উওমেন ব্রাঞ্চ। অরুন্ধতী ভট্টাচার্য। এসবিআই-এর চেয়াম্যানের দায়িত্ব নিয়েছেন কয়েকমাস আগেই। আন্তর্জাতিক নারীদিবসে পার্ক স্ট্রিটে উদ্বোধন করলেন এসবিআই-এর বসুন্ধরা শাখা।

গতবছর নভেম্বরে দেশের প্রথম মহিলা পরিচালিত ব্যাঙ্ক চালু হয় মুম্বইয়ে। গত মাসেই এসবিআই তাদের দ্বিতীয় শাখাটি খোলে চন্ডীগড়ে। এবার কলকাতার পার্ক স্ট্রিটে। আন্তর্জাতিক নারী দিবসে কলকাতাকে উপহার দিলেন এসবিআই প্রধান অরুন্ধতী ভট্টাচার্য।

কেউ পাঁচ, কেউ বা দশ বছর ধরে কাজ করছেন। কিন্তু এমন উদ্যোগ ও ব্রাঞ্চের সঙ্গে যুক্ত হতে পেরে উতসাহিত বোধ করছেন এই শাখার কর্মীরা। এই শাখার দীর্ঘদিনের গ্রাহকরাও খুশি ব্রাঞ্চের এই রূপান্তরে। খুশি আজকে সবাই। কারণ এও তো এক উড়ান। নারী শক্তির উড়ান।

.