দীপাবলিতে সুগন্ধি দিয়া
আলোর উত্সব দীপাবলিতে বাড়ি, আবাসনে মোমবাতির বদলে আগেই জায়গা করে নিয়েছে বাহারি বৈদ্যুতিক বাল্ব। আর প্রথাগত মাটির প্রদীপের বদলে ক্রেতারা ঝুঁকেছেন রকমারি সুগন্ধি দিয়ার দিকে। এইসব সুগন্ধি দিয়ার জন্ম দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে।
আলোর উত্সব দীপাবলিতে বাড়ি, আবাসনে মোমবাতির বদলে আগেই জায়গা করে নিয়েছে বাহারি বৈদ্যুতিক বাল্ব। আর প্রথাগত মাটির প্রদীপের বদলে ক্রেতারা ঝুঁকেছেন রকমারি সুগন্ধি দিয়ার দিকে। এইসব সুগন্ধি দিয়ার জন্ম দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে। তেল, সলতের বালাই নেই। এক কথায় যাকে বলে রেডিমেড প্রদীপ। বড়বাজারের সত্যনারায়ণ পার্ক থেকে শুরু করে গড়িয়াহাটের ফুটপাথ সর্বত্রই এই সুগন্ধি দিয়ার চাহিদা তুঙ্গে। এই সমস্ত সুগন্ধি দিয়ার এক একটির দাম একশো থেকে দেড়শো টাকা। মাটির প্রদীপের তুলনায় অনেকটাই বেশি। আসলে দিনবদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে মানুষের রুচিপছন্দও। আর তাই প্রদীপেও আধুনিকতার ছোঁয়া রাখতে চাইছেন ক্রেতারা। বাজারে বাজারে ছেয়ে গিয়েছে মুম্বইয়ের সুগন্ধি দিয়া। ক্রেতারাও কিনছেন বিনা দ্বিধায়। এখন অপেক্ষা শুধু দীপাবলির রাতের।