শহরে নাশকতার হুমকি, কিন্তু নিরাপত্তা সেই তিমিরেই

Updated By: Nov 5, 2014, 04:06 PM IST
শহরে নাশকতার হুমকি, কিন্তু নিরাপত্তা সেই তিমিরেই

কলকাতা বন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা। কেন্দ্রের কাছ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরই শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাতের কলকাতায় আঁটোসাঁটো নিরাপত্তার ছবি ধরা পড়েছে ২৪ ঘণ্টার ক্যামেরায়। খাগড়াগড় কাণ্ডের জেরে এমনিতেই ত্রস্ত রাজ্য। কলকাতা বন্দরে জঙ্গি হামলার আশঙ্কা স্বাভাবিক ভাবেই প্রশাসনের রক্তচাপ আরও বাড়িয়েছে। তাই নাশকতা এড়াতে নিরাপত্তায় খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিস ও রাজ্য পুলিস।

গভীর রাতে শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল কড়া নিরাপত্তা বেষ্টনী। ওয়াটগঞ্জ, খিদিরপুর, মেটিয়াবুরুজ। বন্দর এলাকার এই সব থানায় নিরাপত্তায় সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।  কলকাতা পুলিস ও রাজ্য পুলিস রাতভর বিভিন্ন জায়গায় টহলদারি চালায়। সন্দেহভাজনদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য অনেক রাস্তায় নাকাবন্দি লাগানো হয়। গাড়ি ধরে ধরে তল্লাশি চালায় পুলিস। খতিয়ে দেখা হয় কাগজপত্র। ওয়াটগঞ্জ থানার দুটি ব্রিজে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

 

.