West Bengal Cabinet Meeting: পঞ্চায়েতে প্রচুর চাকরি! বস্তির নাম 'উত্তরণ', ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত
শশী পাঁজা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হিসেবে জানিয়েছেন, মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হবে। তিনি বলেন, মূলত ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা অনেকেই এখনও উদ্বাস্তু কলোনিতে থাকেন। এবার থেকে সেইসব উদ্বাস্তু কলোনির নাম করা হলো ‘স্থায়ী ঠিকানা’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার ছিল পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। বিভিন্ন দফতর সংক্রান্ত সিদ্ধান্তগুলির মধ্যে রয়েছে বস্তির নাম পরিবর্তন থেকে শুরু করে শুন্যপদে নিয়োগ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিয়োগ সংক্রান্ত বিহিন্ন আন্দোলনের মাঝেই এই সুদ্ধান্তগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে মানশ ভুঁইয়া জানিয়েছেন যে ৬৬৫২ গ্রাম পঞ্চায়েত ও ৫৬৪টি পঞ্চায়েত স্তরে নিয়োগ হবে। এই সব জায়গায় বিভিন্ন শূণ্য পদে নিয়োগ করা হবে।
পাশপাশি মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বস্তি গুলির নামকরণ করেছিলেন ‘উত্তরণ’। এরপরে নতুন নামকরণ করা হল উদ্বাস্তু কলোনিগুলির।
আরও পড়ুন: Debarati Mitra Passes Away: খোঁপায় তারার ধুলো নিয়েই প্রয়াত দেবারতি! আর বাজবে না অন্ধ স্কুলে ঘণ্টা...
তিনি বলেন, মূলত ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা অনেকেই এখনও উদ্বাস্তু কলোনিতে থাকেন। এবার থেকে সেইসব উদ্বাস্তু কলোনির নাম করা হলো ‘স্থায়ী ঠিকানা’।
আরও জানানো হয়েছে, ‘এখনও পর্যন্ত ৯৯ শতাংশ মানুষ পাট্টা পেয়েছেন। বাকি ১ শতাংশ মানুষের পারিবারিক কিছু সমস্যা থাকায় এখনও সেটা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি সেই সমস্যা মেটানোর’।
শশী পাঁজা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হিসেবে জানিয়েছেন, মেটিয়াবুরুজে একটা বড় টেক্সটাইল হাব তৈরি করা হবে।
আরও পড়ুন: Mamata Banerjee | COVID-19: রাজ্যে ফের বাড়ছে কোভিড! 'মাস্ক ব্যবহার করুন', সতর্কবার্তা মমতার..
এছাড়াও হাওড়ার জগদীশপুরে (এমএসএমই আওতাধীন) ৩.৬ একর জায়গা জুড়ে নতুন হোসিয়ারি পার্ক গঠন করা হচ্ছে। তিনি জানিয়েছেন এখানে নতুন ১৫টি ইউনিট আসবে।
৯.৯৪ একর, মৌজা পটকাটিয়া জলপাইগুড়ি জেলার লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করা হয়েছে। এখানে স্টার সিমেন্ট এর একটা কারখানা রয়েছে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)