বিধাননগর সরকারি কলেজের ভোট বয়কট এসএফআই-এর
নিরাপত্তার অভাবে বিধাননগর সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন বয়কট করল এসএফআই। বৃহস্পতিবার রাতে এসএফআইয়ের তরফে একথা জানানো হয়েছে। তাদের অভিযোগ, ছাত্র সংসদের নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে টিএমসিপি সমর্থকরা। এমনকি তাদের আইকার্ড ও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসএফআই নেতৃত্বের।
নিরাপত্তার অভাবে বিধাননগর সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন বয়কট করল এসএফআই। বৃহস্পতিবার রাতে এসএফআইয়ের তরফে একথা জানানো হয়েছে। তাদের অভিযোগ, ছাত্র সংসদের নির্বাচনের আগে দলীয় প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে টিএমসিপি সমর্থকরা। এমনকি তাদের আইকার্ড ও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসএফআই নেতৃত্বের।
প্রতিবাদে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। বুধবারই ছাত্র সংসদের নির্বাচনের মনোনয়ন পেশ করাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিধাননগর সরকারি কলেজে। পুলিসের সামনেই ভাঙচুর চলে গাড়িতে। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদেরই দায়ি করা হয়েছে। ঘটনার পিছনে স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তের ভূমিকা ছিল বলে অভিযোগ।