আত্মঘাতী হলেন পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর
নিজের বাড়িতে আত্মঘাতী হলেন পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর কার্তিক চ্যাটার্জি। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মিলেছে একটি সুইসাইড নোটও।
নিজের বাড়িতে আত্মঘাতী হলেন পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর কার্তিক চ্যাটার্জি। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। মিলেছে একটি সুইসাইড নোটও।
বেশ কিছুদিন ধরেই কার্তিক চ্যাটার্জি মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি। উর্ধ্বতন এক পুলিস আধিকারিক তার ওপর মানসিক নির্যাতন চালাতেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন পার্ক স্ট্রিট থানার ওই সাব ইন্সপেক্টর। কর্মক্ষেত্রে বিভিন্নভাবে তাঁকে অপমান করা হত বলেও তাঁর অভিযোগ।
ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর সিটি পুলিস। আজ মৃত সাব ইন্সপেক্টরের বাড়িতে যান বিধাননগর সিটি পুলিসের কমিশনার। কলকাতা পুলিসের কর্তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।