জন্মদিনে `উত্তম উপহার` ভক্তের
৩ সেপ্টেম্বর ছিল মহানায়ক উত্তম কুমারের ৮৬তম জন্মদিন। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় প্রত্যেকবারই তাঁকে শ্রদ্ধা জানান অগণিত ভক্ত। এদিন সকালে মহাকরণেও উদযাপিত হয় মহানায়কের জন্মদিন। তবে তাঁর অকৃত্রিম ভক্ত চিত্রশিল্পী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানান একটু অন্যরকম ভাবে।
৩ সেপ্টেম্বর ছিল মহানায়ক উত্তম কুমারের ৮৬তম জন্মদিন। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় প্রত্যেকবারই তাঁকে শ্রদ্ধা জানান অগণিত ভক্ত। এদিন সকালে মহাকরণেও উদযাপিত হয় মহানায়কের জন্মদিন। তবে তাঁর অকৃত্রিম ভক্ত চিত্রশিল্পী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁকে জন্মদিনে শ্রদ্ধা জানান একটু অন্যরকম ভাবে।
নিজের আঁকা উত্তম কুমারের ছবি সবাইকে উপহার দেন তিনি। সিদ্ধার্থ বাবুর প্রিয় ছবি `ছদ্মবেশী`। তবে এবারে তাঁর পেন্সিলের টানে ফুটে উঠেছে `শঙ্খবেলা`র উত্তম। সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে দেবাশীষ কুমার, তাপস পাল, রত্না মিত্রর মতো ব্যাক্তিত্বদের হাতে এদিন নিজের আঁকা ছবি তুলে দিলেন তিনি। নি:স্বার্থ ভাবে উত্তম কুমারকে ভালোবেসেই তাঁর এই সৃষ্টি। মহানায়কের জন্মদিনে এরকম `উত্তম উপহার` পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তারকারা। অভিনেত্রী রত্না মিত্র বললেন, "এই ছবি যদি ওনার (উত্তম কুমার) হাতে তুলে দেওয়া যেত তাহলে সিদ্ধার্থকে উনি অনেক আশীর্বাদ করতেন"।
আনন্দ চেপে রাখতে পারেননি তাপস পালও। বললেন, "সকলের বাড়িতে রাখার মতো ছবি। এরকম সুন্দর উপহার পেয়ে আমি সত্যিই খুব খুশি"।