আজ বিসর্জন, 'বনগাঁ লোকালে' চলছে সিঁদুরখেলা
বনগাঁ লোকাল। ট্রেনের মধ্যে প্রতিমা। এই থিম দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছিল উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে। দ্বাদশীর সকালেও সেই ভিড় এতটুকুও কমেনি। বেলা বাড়তেই বিসর্জন উপলক্ষ্যে শুরু হয় সিঁদুর খেলা। ক্লাবের সদস্যরা তো বটেই, সিঁদুরখেলায় অংশ নেন আশপাশের এলাকার বাসিন্দারাও।
ওয়েব ডেস্ক: বনগাঁ লোকাল। ট্রেনের মধ্যে প্রতিমা। এই থিম দেখতে দর্শনার্থীদের ভিড় জমেছিল উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কে। দ্বাদশীর সকালেও সেই ভিড় এতটুকুও কমেনি। বেলা বাড়তেই বিসর্জন উপলক্ষ্যে শুরু হয় সিঁদুর খেলা। ক্লাবের সদস্যরা তো বটেই, সিঁদুরখেলায় অংশ নেন আশপাশের এলাকার বাসিন্দারাও।
তিলোত্তমার ঐতিহ্যের পীঠস্থান, উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক। নাম থাকলেও তেমন একটা ডাক নেই। বর বড় পুজোর ভিড়ে এই পুজো একেবারেই আড়ালেই। তবে এবার কিন্তু গোটা উত্তরের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই জগৎ মুখার্জি পার্ক। রাজপথের মধ্যেই হঠাৎ ট্রেনের সফর। তাও আবার বনগাঁ লোকাল। শহরের মানুষের কাছে একটা ঝটিকা ট্রেন সফরের স্বাদ পুজো মণ্ডপে। প্রতিদিনিই শো একেবারে হাউসফুল।