BJP: সর্ষের মধ্যেই ভূত? পুরভোটের বিপর্যয় পর্যালোচনায় রাজ্য বিজেপি

 অন্তর্ঘাতের অভিযোগ প্রার্থীদের।

Updated By: Dec 26, 2021, 04:58 PM IST
BJP: সর্ষের মধ্যেই ভূত? পুরভোটের বিপর্যয় পর্যালোচনায় রাজ্য বিজেপি

নিজস্ব প্রতিবেদন: একুশের বিধানসভা ভোটের কলকাতা পুরভোট। আশাহত হয়েছে বিজেপি (BJP)। এরপরই শুরু হয়েছে ফলাফল নিয়ে কাটাছেঁড়া। আর সেই বিশ্লেষণে, দলেরই একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন বিজেপি প্রার্থীরা। 

হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরভোটের ১৪৪ জন প্রার্থী। দলের শীর্ষ নেতৃত্বের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সূত্রের খবর, সেই বৈঠকে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রার্থীরা। তাঁদের দাবি, পুরভোটে শাসকদলের ভয় দেখানো, সন্ত্রাস ছিলই। কর্মীদের উপর হামলাও হয়েছে। কিন্তু অন্তর্ঘাত করেছে একাংশ। তাঁদের অভিযোগ, কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায়, কেউ কেউ নিজে  প্রার্থী হতে না পেরে, বসে গিয়েছে। দলের হয়ে কাজ করেননি।    

বিজেপি নেতৃত্বের দাবি, সাংগঠনিক দুর্বলতা পুরভোটে দলকে ডুবিয়েছে। বেশিরভাগ ওয়ার্ডেই বিজেপির কর্মীদের ভয় দেখিয়ে কিংবা টাকা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। সুকৌশলে গোটাটা করেছে শাসকদল। প্রার্থীদের অভিযোগ পরোক্ষে মেনে নিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: Covid Vaccine: টিকা নিলে ভয়টা অনেকটা কাটবে; মত পড়ুয়াদের, অপেক্ষায় রয়েছি; বললেন অভিভাবকরা

আরও পড়ুন: BJP-তে ফের 'বিদ্রোহ', WhatsApp গ্রুপ ছাড়লেন পাঁচ বিধায়ক

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.