সৌরভকে দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল
অপারেশনের আগে সৌরভকে সেডেটিভ দেওয়া হয়। যে কারণে তিনি আচ্ছন্ন ছিলেন বেশ কিছুক্ষণ। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে জেনারেল বেডে রাখা হয়েছে মহারাজকে।
নিজস্ব প্রতিবেদন: গতকাল মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, আজ রাজ্যপাল। সৌরভকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আরও দুটি স্টেন্ট বসল সৌরভ গাঙ্গুলির হার্টে। গতকাল অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তারপরেই দুটি স্টেন্ট বসানো হয়েছে। তবে কবে সৌরভ ছাড়া পাবেন, তা নিয়ে এখনই কিছু বলেননি চিকিৎসকরা। তাঁকে দেখতে গতকাল হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বেরিয়ে তিনি বলেন, সৌরভ ভাল আছে। সুস্থ আছে। স্বনামধন্য চিকিত্সক দেবী শেট্টি ও আরেক হৃদরোগ বিশেষজ্ঞ অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনে আদৌ পুলিসি নিরপেক্ষতা থাকবে? টুইটে আশঙ্কাপ্রকাশ রাজ্যপালের
অপারেশনের আগে সৌরভকে সেডেটিভ দেওয়া হয়। যে কারণে তিনি আচ্ছন্ন ছিলেন বেশ কিছুক্ষণ। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে জেনারেল বেডে রাখা হয়েছে মহারাজকে। রাতে হাসপাতাল থেকে বেরনোর সময় দেবী শেঠি জানান, সৌরভ ভাল আছেন এবং দ্রুত তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন।