কঙ্কালটি আদৌ দেবযানীর কি না তা দেখতে সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ সফট ওয়্যারের

রবিনসন স্ট্রিটের কঙ্কালটি কার? কতদিনের পুরনো কঙ্কালটি? সাইকোকাণ্ডের রহস্য ভেদ করতে এবার ফরেন্সিক তদন্তে জোর দিচ্ছে পুলিস। কঙ্কালটি আদৌ দেবযানীর কি না তা দেখতে সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ সফটওয়্যারের।

Updated By: Jun 14, 2015, 04:18 PM IST
কঙ্কালটি আদৌ দেবযানীর কি না তা দেখতে সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ সফট ওয়্যারের

ওয়েব ডেস্ক: রবিনসন স্ট্রিটের কঙ্কালটি কার? কতদিনের পুরনো কঙ্কালটি? সাইকোকাণ্ডের রহস্য ভেদ করতে এবার ফরেন্সিক তদন্তে জোর দিচ্ছে পুলিস। কঙ্কালটি আদৌ দেবযানীর কি না তা দেখতে সাহায্য নেওয়া হচ্ছে বিশেষ সফটওয়্যারের।

ডিএনএ টেস্টে সময় সাপেক্ষ। তবে অতটা অপেক্ষা করতে রাজি নয় পুলিস।  তাই DNA পরীক্ষার রিপোর্টের অপেক্ষা না করেই সফটওয়্যারের সাহায্য নিচ্ছে তদন্তকারী দল।  কম্পিউটারের সাহায্যে কঙ্কালের মাথার খুলি ও দেবযানীর ছবি মিলিয়ে দেখা হবে। এর জন্য সাহায্য নেওয়া হবে মধ্য কলকাতার একটি বেসরকারি সংস্থার। সোমবারই কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।

রহস্যের কিনারা করতে এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের উপর সবথেকে বেশি ভরসা করছে পুলিস। সাত জন ফরেনসিক বিশেষজ্ঞকে তিনটি দলে ভাগ করা হয়েছে।

ফরেন্সিক দল ১
অরবিন্দ দের মৃত্যু রহস্যের গভীরে পৌছনোর লক্ষ্যে তৈরি হয়েছে প্রথম দলটি

গায়ে আগুন দিয়েও কেন  আর্তনাদ করলেন না অরবিন্দ দে?
আত্মহত্যার সময় তিনি কি আচ্ছন ছিলেন?
ভিসেরা পরীক্ষার পাশাপাশি বাড়ি থেকে পাওয়া অবরিন্দ দের ব্যবহার্য  জিনিসের ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে।
বিশ্নেষণ করে দেখা হচ্ছে অরবিন্দ দে হাতের লেখা

ফরেন্সিক দল ২
দ্বিতীটিতে
কঙ্কালের বয়স, মৃত্যু স্বাভাবিক কি না, মৃত্যুর আগে কোনও বিষক্রিয়া হয়েছিল কিনা,  তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

.