মেরামতির সময় বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজায় আটকে মৃত স্পাইসজেটের টেকনিশিয়ান
বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে।
নিজস্ব প্রতিবেদন: বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজায় (অর্থাৎ, যেখান থেকে বিমানের চাকা উড়ানের পর ঢুকে যায় বা অবতরণের সময় যে দরজা খুলে চাকা বেরিয়ে আসে) আটকে মৃত্যু হল এক স্পাইসজেট টেকনিশিয়ানের। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গিয়েছে, বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কারণে যাতে কোনও রকম দুর্ঘটনা না ঘটে, সে জন্য ভারতীয় অসামরিক বিমান পরিষেবা নিয়ন্ত্রক ডিজিসিএ-এর নির্দেশে সমস্ত সংস্থাই মঙ্গলবার থেকেই বিমানের প্রযুক্তিগত নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে। একই কারণে স্পাইসজেট বিমান বোয়িং ৭৩৭-এর প্রধান ল্যান্ডিং গিয়ারের দরজায় সাধারণ রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন টেকনিশিয়ান রোহিত পাণ্ডে। এই সময় হঠাত করেই বোয়িং ৭৩৭-এর প্রধান ল্যান্ডিং গিয়ারের দরজা বন্ধ হয়ে যায়। দরজায় আটকে, চাপা পড়ে মৃত্যু হয় ২২ বছর বয়সী ওই টেকনিশিয়ানের।
SpiceJet: Inadvertently, the main landing gear hydraulic door closed & he got stuck in between the hydraulic door flaps.
The Hydraulic doors were broken to rescue Mr Pandey but he was declared dead. The entire SpiceJet family stands together in grief in this unfortunate incident https://t.co/tLFrawLuzL
— ANI (@ANI) July 10, 2019
আরও পড়ুন: বেঙ্গালুরুতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত ১
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে দমকল কর্মীদের সহায়তায় স্পাইসজেটের ওই টেকনিশিয়ানের দেহ উদ্ধার করা হয়।