লাগে টাকা, দেবে এসএসসি! কমিশনের ফান্ড থেকে দু-লাখ টাকা দিয়ে দাতা কর্ণ প্রদীপ শূর
কমিশনের ফান্ড থেকে ৪৭ হাজার টাকা নিয়ে মোবাইল কিনে এর আগে বিতর্ক তৈরি করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান প্রদীপ শূর। আর এবার কমিশনের ফান্ড থেকে রীতিমত দু-লাখ টাকা দিয়ে দাতা কর্ণ হলেন তিনি।
কমিশনের ফান্ড থেকে ৪৭ হাজার টাকা নিয়ে মোবাইল কিনে এর আগে বিতর্ক তৈরি করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান প্রদীপ শূর। আর এবার কমিশনের ফান্ড থেকে রীতিমত দু-লাখ টাকা দিয়ে দাতা কর্ণ হলেন তিনি।
কোনও স্কুলের বিষয় নয়, তিনি নিজে যে কল্য়ানী বিশ্ববিদ্যালয়ের যে বিভাগের ছাত্র সেই বিভাগের একটি সেমিনারের জন্য পুরো দু-লক্ষ টাকা তুলে দিলেন। স্কুল সার্ভিস কমিশনের যে ফান্ডের টাকা ব্যবহার করা হয় পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠভাবে চালানোর জন্য সেই টাকা কিভাবে একটা একটা বিশ্ববিদ্যালয়ের সেমিনারের জন্য দান করা যায় সে বিষয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে।
অক্টোবরের শেষের দিকে এসএসসি-র নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন প্রদীপ শূর। কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রদীপ শূর এসএসসির নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেন৷ তিনি কাঁচরাপাড়া কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপকও৷